নেহার উচ্চতা নিয়ে ইয়ার্কি, ক্ষমা চাইলেন গৌরব

বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল করিম শেরপুর সদর উপজেলার ডুবারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রবিউল ইসলাম ৭ বিজিবির বাজুছড়া খাগড়াছরিতে কর্মরত ছিলেন।
শেরপুর জেলা সদর হাসপাতলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. হেলেনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রবিউল করিম মারা গেছেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রবিউল করিম দুই সন্তানের জনক। তার স্ত্রী শেরপুর টাউনের চাপাতলীতে ভাড়া বাসায় বসবাস করেন। ১৭ দিন আগে তাদের একটি সন্তান জন্ম নেয়। এ জন্য ওই বিজিবি সদস্য গত ২২ জুলাই এক মাসের ছুটিতে বাসায় আসেন।
বুধবার দুপুরে তার বাসায় ঈদ উপলক্ষে স্বজনদের দাওয়াত দিয়েছিলেন। বুধবার সকালে বাসায় সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।