কিছুক্ষন আগে
দৃষ্টিনন্দন পোস্টারের নেপথ্য কারিগর

সুরভীন বলেছেন, তিনি জানেন না, তাঁর বিয়ে হয়েছে জেনে লোকের এত চিন্তা হচ্ছে কেন। আগেকার দিনের অভিনেত্রীরা বিয়ের আগেই কেরিয়ারের তুঙ্গে উঠতে চাইতেন, বিয়ের পর পর্দা থেকে সরে যেতেন তাঁরা। তিনি উচ্চাকাঙ্খী ঠিকই কিন্তু তা বিয়েকে বাদ দিয়ে নয়। কেরিয়ার ও বিয়েকে একসঙ্গে জুড়তে চান না তিনি।
সুরভীন জানিয়েছেন, ‘অন স্ক্রিন তিনি সহ অভিনেতাকে চুম্বন করলে বা বিবস্ত্র হলে স্বামীর কোনও সমস্যা নেই।’ আর যখন দুজনে দুজনের কাছে এত স্বচ্ছন্দ, তখন বিয়েতে কীসের সমস্যা! প্রশ্ন করেছেন তিনি। -এবিপি
213SHARESShareTweet