কিছুক্ষন আগে
হারিয়ে যাওয়ার ৪০ বছর পরে সন্ধান মিলল ইউটিউবের সহায়তায়

রাজধানীর গাবতলীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার রাত তিনটার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। র্যাব-১০-এর বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় ‘ডাকাত’ বাদশা ও হানিফকে ঢামেকে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিত্সকরা ভোর সাড়ে পাঁচটার দিকে বাদশাকে মৃত ঘোষণা করেন। ইত্তেফাক/এএম