সালমান মুক্তাদিরকে ছেড়ে দেওয়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় পেজ ‘দি হিডেন পার্ল’। প্রায় দেড় লাখ ফলোয়ারের পেজ এটি। এই পেজ থেকেই অনলাইনে বিক্রি করা হয় নারীদের বিভিন্ন পণ্য। বিশ্বস্ততার সঙ্গেই এতো দিন অনলাইন থেকে সেবা দিয়ে আসছে পেজটি।
এবার ফেসবুক পেজ থেকে প্রথম আউটলেট খোলা হলো ‘দি হিডেন পার্ল’র। সম্প্রতি রাজধানীর জেনেটিক প্লাজায় যাত্রা শুরু করলো এটি।
দেশের আলোচিত র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা এবং কোরিওগ্রাফার আসাদ খান, রিবনের উপস্থিতিকে কেক কেটে আউটলেটটি শুভ উদ্বোধন করা হয়। এসময আরও উপস্থিত ছিলেন হিজাবি মডেল এবং ইউটিউবার পারিজাদ, সানজিদা, রাখি এবং শুভানুধ্যায়ীরা।
এখন থেকে অনলাইনের পাশাপাশি নতুন এ শোরুমে মেয়েদের বাহারি ডিজাইনের এবং ইউনিক কালেকশনের ইম্পোরটেড হিজাব, হিজাব-অর্নামেন্টস, বোরখা, গাউন, আবায়া, শ্রাগসহ অন্যান্য মডেস্ট পোশাক পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার শাম্মা তাসনীম।
পাশাপাশি নিজস্ব কারিগর দিয়ে তৈরি হিজাবের সঙ্গে পরার জন্য ড্যাংলার পিন, হেড চেইনের অনন্য সমাহারও থাকবে।
শাম্মা তাসনীম আরও জানান, ‘শুধু মুনাফা নয়, গ্রাহককে মানসম্পন্ন পণ্য এবং উত্তম সেবা দেয়ার সাথে সাথে বিভিন্ন পর্যায়ে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ শপের লক্ষ্য। এখন থেকে নারীরা সহজেই অনলাইন অর্ডারের পাশাপাশি সরাসরি শোরুম থেকে তাদের পছন্দের পণ্যটি কিনতে পারবেন। আমাদের এ শপের প্রতিটি পণ্যই মানে দিক দিয়ে শতভাগ নিশ্চয়তা পাবেন ক্রেতারা।’
ধানমণ্ডি ২৭ এর জেনেটিক প্লাজার ১০৬, ১০৭ নম্বার দোকানই হিডেন পার্লের নতুন আউটলেট। গ্রান্ড ওপেনিংয়ের অফার হিসাবে ১৫% ডিসকাউন্ট চলছে।
এলএ/এমএস