কিছুক্ষন আগে
মাগুরায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

যেসব এলাকায় প্রযুক্তি থেকে দূরে ছিল সেসব এলাকার মানুষ এখন প্রযুক্তিতে দক্ষ জনবল হয়ে গড়ে উঠছেন। শুধু তাই নয়, দেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বিদ্যুত বিচ্ছিন্ন ছিল সেসব জায়গায় পৌঁছে যাচ্ছে বিদ্যুত।
এদিকে একটু আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর ফেসবুক পেইজ থেকে জানা গেছে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ২৫২টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন সম্পন্ন হয়েছে।
এই বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ফেসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘আলোকিত হলো শেরকোল ইউনিয়নের ২৫২টি পরিবার। প্রায় ৪৬লাখ ২১হাজার ৫শ টাকা ব্যয়ে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের পাঁচবাড়িয়া, পাঁচপাড়া ও রানীনগর গ্রামের ৩.০৮১ কিলোমিটারে আড়াই শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন’।
99SHARESShareTweet