কিছুক্ষন আগে
গফরগাঁওয়ে ঘূর্ণিঝড়ে ১০গ্রাম লণ্ডভণ্ড

শ্রীলংকার কিংবদন্তি স্পিনারের ৪৬তম জন্মদিন আজ। ক্যান্ডি থেকে উঠে এসে তার বিশ্ব জয়ের পথটা কখনই মসৃণ ছিল না।
তার বোলিং অ্যাকশনকে বারবার প্রশ্নবিদ্ধ করে মুরালির ক্যারিয়ারই হুমকির মুখে ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারেল হেয়ার। কিন্তু সব বাধা জয় করে মুরালি ঠিকই পা রাখেন সাফল্যের সর্বোচ্চ শিখরে।
টেস্ট ও ওয়ানডে- দুই ফরম্যাটেই ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
টেস্টে ৮০০ ও ওয়ানডেতে ৫৩৪ উইকেট নিয়ে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়া মুরালি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন তার জাদুকরী স্পিনের জন্য।