চীনের সঙ্গে দ্বন্দ্বের ইতি টানার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) গত আসরের নিলামে টুর্নামেন্ট ইতিহাসে এ যাবত কালে সহযোগী দেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ প্রায় ছয় লাখ ডলার দিয়ে তাকে দলে ভেড়াতে হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এ যাবত ৩২ ওয়ানডে ২৭ টি-২০ ম্যাচে অংশ নিয়ে ১১২ উইকেট শিকার করেছেন ১৯ বছর বয়সী এই স্পিনার এবং ২০১৮ সালে টেস্ট অভিষেক হতে যাওয়া আফগানদের হয়ে মূল খেলোয়াড়ে পরিনত হতে পারেন।
বিশ্বের শীর্ষ টি-২০ লীগগুলোতে চোখ ধাধানো পারফরমেন্স করে চলেছেন রশিদ। অতি সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লীগের (বিবিএল) সপ্ত আসরে এডিলেড স্ট্রাইকার্সের হয়ে ঝলক অব্যাহত রেখেছেন তিনি। বিবিএল’র ছয় ম্যাচে অংশ নিয়ে তিনি শিকার করেছেন ১১ উইকেট।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে চলতি বছর ওভার প্রতি ছয় এর বেশি রান তিনি খরচ করেননি। এ মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য আইপিএলে নিলাম শেষে রশিদকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়াদের একজন হিসেবে দেখা যেতে পারে।
চিত্তাকর্ষক পারফরমেন্স দিয়ে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন রশিদ।
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে ক্রিকেটের উন্নতি হচ্ছে ঝড়ো গতিতে। ইতোমধ্যেই দেশটি টেস্ট মর্যাদা পেয়েছে। রশিদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দেশটির ভবিষ্যত দিনকে দিন উজ্জ্বল হচ্ছে।
গত অক্টোবরে বার্তা সংস্থা এএফপিকে রশিদ বলেন, ‘আমার দেশকে জয় এনে দিতে এবং বিশ্ব পর্যায়ে আফগানিস্তানকে গৌরবান্বিত করার লক্ষ্যে আমি ক্রিকেট খেলি।’
283SHARESShareTweet